আজকের দিন তারিখ ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ফরাসি ওপেনের সেমিতে জোকোভিচ

ফরাসি ওপেনের সেমিতে জোকোভিচ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


novakঅনলাইন স্পোর্টস ডেস্ক: বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। টুর্নামেন্টের সপ্তম বাছাই চেক রিপাবলিকের টমাস বার্দিচকে ৬-৩, ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে শেষ চারে উঠেন সার্বিয়ান এ তারকা। এর ফলে ক্যারিয়ারের প্রথম ফরাসি ওপেন ও ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

খবর বিবিসির ইতোমধ্যে পুরুষ এককের অপর সেমিফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন সুইস স্তানিসলাস ভাভরিঙ্গা ও ব্রিটিশ নাম্বার ওয়ান টুর্নামেন্টের দুই নম্বর বাছাই অ্যান্ডি মারে। আজ এক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন তারা।

এদিকে, গতরাতে পুরুষ এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন টুর্নামেন্টের ১৩তম বাছাই অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম। ১২তম বাছাই বেলজিয়ামের ডেভিড গফিনকে ৪-৬, ৭-৬, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিতে উঠেন তিনি। আজ অপর সেমিফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন মি. থিয়েম।