আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ফরিদপুরে মিলল বিরল প্রজাতির হলুদ কচ্ছপ

ফরিদপুরে মিলল বিরল প্রজাতির হলুদ কচ্ছপ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২১ , ১২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


অম্বিকাপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরে বন্যার পানিতে হলুদ রঙের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি এবং ব্যাসার্ধ ৮ ইঞ্চি। এটি সুন্ধিজাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে বলে ধারণা। রবিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুর এলাকার বিশ্বাস ডাংগী থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। জানা গেছে, এলাকার নদীসংলগ্ন একটি খালে বন্যার পানিতে মাছ ধরতে যান অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবক। একপর্যায়ে তার জালে এ কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের জলাধারে রাখা হয়েছে। ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের। বাগেরহাটে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর হাওলাদার বলেন, এটি সুন্ধী জাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে। তবে সুন্ধি জাতীয় কচ্ছপ মেটে ও ধুসর রঙের হয়। এটির ক্ষেত্রে জিনগত পরিবর্তন কিংবা অন্য কারণে হলুদ রং হয়ে থাকতে পারে।