ফরিদপুরে যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২০ , ১২:০৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের দুটি যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এডুকো বাংলাদেশের আর্থিক সহযোগিতায় স্থানীয় শাপলা মহিলা সংস্থার আয়োজনে শহরের রথখোলা এলাকায় ওই পল্লীতে বৃহস্পতিবার বিকেলে ২০০ জন বাসিন্দার মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয় । এর আগে বুধবার শহরতলীর সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে অবস্থানরত ২০০ জন বাসিন্দার মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে সংস্থাটি।
জনপ্রতি ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১ কেজি তেল, ১ পিস বড় সাবান ও ১ পিস মাস্ক এবং ৮০ শিশুর মাঝে খাদ্য সামগ্রী হিসাবে ১ কেজি চিনি, ১ কেজি সুজি, ২৫০ গ্রাম গুড়াদুধ ও বড় ২ প্যাকেট লেক্সাস বিস্কুট তুলে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, ফরিদপুর কোতয়ালী থানার এস আই অসিম কুমার বিশ্বাস, শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, প্রকল্প পরিচালকশ্যামল প্রকাশ অধিকারী, মনিটরিং অফিসার রঞ্জিত কুমার শীল,প্রজেক্ট অফিসার প্রশান্ত কুমার সাহা, সিনিয়র অফিসার (রেসকিউ) ফ্রি এ গাল প্রমুখ।