আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ফিলিপাইনে ফেরি ডুবে ২৬ জনের মৃত্যু

ফিলিপাইনে ফেরি ডুবে ২৬ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৩ , ৫:৪২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে প্রতিবেদক : ফিলিপাইনে একটি ফেরি ডুবে অন্তত ২৬ জন মারা গেছে। ডুবে যাওয়া ফেরি থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানিলার পূর্বে রিজাল প্রদেশের লেগুনা ডি বেতে বৃহস্পতিবার ডুবে যাওয়া এম/বি প্রিন্সেস আয়াতে কতজন লোক ছিল তা এখনও জানা যায়নি।

রিজালের পুলিশ জানিয়েছে, তারা উপকূলরক্ষী এবং অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছিল। তবে অন্ততপক্ষে ২৬ জন ডুবে মারা গেছে। আরও ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।