আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফুটবল অনুশীলনের অনুমতি পেলো ইতালি

ফুটবল অনুশীলনের অনুমতি পেলো ইতালি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৯:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনায় কাঁপছে বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে থমকে গেছে বিশ্বের সব ক্রীড়া আসর। তবে সময়ের ব্যবধানে মাঠে ফেরানোর চেষ্টা করছে কিছু লিগ। এবার সংক্রমণের মধ্যে অনুশীলন শুরুর অনুমতি পেলেন ইতালিয়ান প্রফেশনাল ক্লাবের ফুটবলাররা। এক বিবৃতিতে এ অনুমতি দিয়েছেন ইতালিয়ান প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। তবে ইতালি অনুমতি দিলেও এখনো ম্যাচ মাঠে গড়ানো নিয়ে সংশয় প্রকাশ করেছে স্প্যানিশ স্বাস্থ্য বিভাগ।বিশ্বজুড়ে এখনো করোনায় মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এখন পর্যন্ত অদৃশ্য এই ভাইরাসের কোন প্রতিষেধক তৈরি না হওয়ায় বিশ্বের সব দেশই হিমশিম খাচ্ছে রোগী সামলাতে। চীন থেকে উৎপত্তির কথা বলা হলেও, মরণঘাতি কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রের পর মহামারিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইতালি এবং স্পেন। তবে অবস্থা কিছুটা সামলে উঠার দাবি করেছেন ইতালিয়ান প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে। গত ৪৩ দিনের মধ্যে রবিবার সর্বনিম্ন ২৪৩ জনের মৃত্যু, আশাবাদী করছে তাকে। তাই তো স্বল্প পরিসরে হলেও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে মাঠে ফুটবল ফেরানোর ইঙ্গিত দিলেন কন্তে। ইতালি প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে বলেন, ‘খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকটায় পূর্ণ সতর্কতা রেখে, আমরা স্বল্প পরিসরে অনুশীলনে ফেরার অনুমতি দিতে যাচ্ছি। আপাতত মে মাসের ৪ তারিখ থেকে ব্যক্তিগতভাবে সবাই ক্লাব মাঠে অনুশীলন করতে পারবে। তবে, দলীয় অনুশীলন শুরুর জন্য আরো কিছুদিন সময় লাগবে। আশা করি ১৮ তারিখ থেকে সেটাও শুরু করতে পারবে ক্লাবগুলো। কিন্তু, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যগত বিধি নিষেধ মেনে চলতে হবে সবাইকে। এ বিষয় নিয়ে কোন গাফিলতি মেনে নেয়া হবে না। অনুশীলন শুরুর মানেই কিন্তু, লিগ শুরু করা নয়। ১৮’ই মে থেকে আমরা সবকিছু পর্যবেক্ষণ করবো। অবস্থা বিবেচনায় সব স্টেকহোল্ডারদের সঙ্গেও বসবো। স্বাভাবিক মনে হলেই কেবলমাত্র, লিগ শুরুর অনুমতি দিবো, এর আগে নয়। আমাদের এখন পর্যন্ত ১৫ জন ফুটবলার এ ভাইরাসে আক্রান্ত হলেও, সবাই সুস্থ আছেন। তাই আমি লিগ শুরু নিয়ে আশাবাদী। এদিকে ইতালিতে অনুমতি মিললেও, নিষেধাজ্ঞা বহাল থাকছে স্পেনে। সরাসরি কোন আদেশ জারি করা না হলেও অবস্থা প্রেক্ষিতে লা লিগা মাঠে গড়ানো অনেকটাই অসম্ভব বলে মনে করেন ক্লাব কর্তারা। আর এর জন্য স্প্যানিশ স্বাস্থ্য বিভাগের করা নিয়মকে দুষছেন তারা। ইতালির মতো স্পেনেও, ৪ঠা মে থেকে অনুশীলন শুরু করার অনুমতি দেয়া হবে বলে ধারনা করা হচ্ছিলো। তবে মাঠে প্রবেশের আগে বাধ্যতামূলক কোভিড-১৯ টেস্ট করতে হবে বলে জানিয়েছিলও তারা। আর এ নিয়মটাতেই বাগড়া দিয়েছেন লা রোজা ফুরিয়াদের স্বাস্থ্য মন্ত্রী। স্পেন স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইয়া বলেন, এভাবে এতো কড়াকড়ির মধ্যে অনুশীলন শুরু এবং লিগ শুরুর বিষয়টি অনিশ্চিত। কারণ এ টেস্ট আপনি যত্রতত্র করতে পারেন না। এর কিছু নিময়-কানুন আছে, আমাদের এগুলো মানতে হবে। আমি তাই এই মুহূর্তে কোন অনুশীলন বা জমায়েতের অনুমতি দিতে পারিনা। তবে, অবস্থার উন্নতি হলে ভবিষ্যতে বিষয়টি নিয়ে ভেবে দেখবো। লা লিগাসহ বিভিন্ন লিগগুলো শুরু করার ব্যাপারে আমরাও ভাবছি, কিন্তু নিরাপত্তা সবার আগে। খেলোয়াড়, স্টাফ, সমর্থক কারো সুরক্ষা নিয়ে আমরা গাফিলতি করতে পারি না। আর্থিক ক্ষতির বিষয়টি আমার জানা আছে, কিন্তু বেঁচে না থাকলে অর্থ দিয়ে আপনি কি করবেন। তবে এখনই লিগ স্থগিত বা বাতিলের কোন সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে স্প্যানিশ প্রশাসন। আরো কিছুদিন সময় অতিবাহিত হওয়ার পর, বিষয়টি নিয়ে ভাবা যাবে বলে মনে করেন তিনি।