আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ফেনীর বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আর নেই

ফেনীর বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আর নেই


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


soksফেনী: ফেনীর বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আর নেই (ইন্নলিল্লাহি … রাজিউন)৷

শনিবার (১১ জুন) দিবাগত রাত ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

কামাল উদ্দিন দীর্ঘদিন সোনালী ব্যাংক ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন৷ তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

রোববার (১২ জুন) সকালে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে তার নামাজে জানাজা সম্পন্ন হবে।

ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান জানান, রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের দাফন সম্পন্ন হবে।