আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ফের গোপন নথির সন্ধান বাইডেনের আইনি দলের

ফের গোপন নথির সন্ধান বাইডেনের আইনি দলের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৩ , ৫:০৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   দ্বিতীয় দফায় গোপন রাষ্ট্রীয় নথির সন্ধান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আইনি দল। বৃহস্পতিবার সিএনএন এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছিল, প্রেসিডেন্ট জো বাইডেনের গবেষণা প্রতিষ্ঠান থেকে সরকারি গোপন নথি উদ্ধার করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওই নথিগুলো সেই সময়কার। এগুলোর মধ্যে কয়েকটিতে ‘অতি গোপনীয়’ লেখা ছিল। পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোম্যাসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টের কার্যালয়ে বাইডেনের দপ্তর থেকে প্রায় ১০টি নথি পাওয়া গেছে। এগুলো উদ্ধারের পর মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড শিকাগোতে মার্কিন অ্যাটর্নিকে নথিগুলি পর্যালোচনা করতে বলেছিলেন। এগুলো ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোপন নথি নিরাপদ স্থানে সংরক্ষণ করার কথা। প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্ট অনুযায়ী, প্রশাসনের মেয়াদ শেষ হলে হোয়াইট হাউসের রেকর্ডগুলি জাতীয় আর্কাইভে যাওয়ার কথা। দ্বিতীয় ধাপে পাওয়া নথিগুলোর সংখ্যা বা নথিগুলো কী সম্পর্কে ছিল তা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে এখনও হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।