আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফের ডিপজলের ছবিতে মৌ খান

ফের ডিপজলের ছবিতে মৌ খান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২১ , ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   ঢাকা চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মৌ খান। করোনার প্রকোপের পর থেকে বেশ কয়েকটি নতুন ছবি নিয়ে ব্যস্ত আছেন এই নায়িকা। যার মাঝে জনপ্রিয় অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘অমানুষ হলো মানুষ’ও ‘বাংলার হারকিউলিস’ অন্যতম। ছবি দুইটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। অমি বনি কথাচিত্রের ব্যানারে নির্মাণাধীন এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করছেন নাদিম।

জানা গেছে, ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন ডিপজল। এই দুই ছবির পর নতুন আরো এক সিনেমায় অভিনয় শুরু করেছেন মৌ। প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বৌ’ শিরোনামের একটি সিনেমায় আজ থেকে শুটিং শুরু করেছেন এই নায়িকা। ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। মঙ্গলবার থেকে এ ছবির শুটিং শুরু হয়েছে সাভার ও মধুমিতা মডেল টাউনে।

নতুন এই ছবি প্রসঙ্গে মৌ খান বলেন, ছবিটির গল্প বেশ চমৎকার, পাশাপাশি বেশ সামজিক গল্প। আমাকে একেবারেই আলাদা রুপে দেখবে সবাই। এই সিনেমায় আরো আছেন, ডিপজল, রিনা খান,নাহিদ ইরফান, প্রিয়াংকা ছাড়াও আরও অনেকেই।