আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ফের প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকছে

ফের প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২৪ , ৫:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : আগামীকাল রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও চলমান উদ্ভূত পরিস্থিতিতে খুলছে না। আপাতত বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীকাল রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।’ এর আগে গত ৩১ জুলাই ১২ সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া সব প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা দেয় সরকার।
কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মধ্যে ১৬ জুলাই সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।