আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি ফেসবুক ম্যাসেঞ্জারের ১১টি অজানা তথ্য

ফেসবুক ম্যাসেঞ্জারের ১১টি অজানা তথ্য


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


messengঅনলাইন ডেস্ক: বর্তমানে বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর এই ফেসবুকের ম্যাসেঞ্জার প্রায় সবাই ব্যবহার করে থাকেন। তবে ম্যাসেঞ্জারের ব্যবহার কতজন জানেন? অনেকে হয় তো শুধু চ্যাটিং পর্যন্তই সীমাবদ্ধ। এর বাইরে অনেকে কিছুই জানেন না। ফেসবুক ম্যাসেঞ্জারে এমন কিছু ফিচার রয়েছে যেগুলি সম্পর্কে চট করে টের পাওয়া খুবই মুশকিল।

তবে যারা দক্ষ, তাদের কাছে বাঁ হাতের খেল হতে পারে। তাই বলে বিষয়গুলো সকলেই জানেন, এমনটাও নয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক এরকম অজানা বিষয়গুলো।

১. কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে বোর্ডিং পাস দেওয়ার ব্যবস্থা করেছে। শুধু তা-ই নয়, ফ্লাইট সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যায় ম্যাসেঞ্জারে। কে বলতে পারে, এই রাস্তা অন্য এয়ারলাইন্সগুলো নেবে না?

২. বন্ধুদের নিজের মতো করে নাম দিতে চান? তা-ও সম্ভব। নোটিফিকেশন্‌স-এ গেলেই ‘নিকনেম’ অপশন পাবেন। বাকিটা আপনার উপর।

৩. বন্ধুর সঙ্গে দাবা খেলতে চান? চ্যাট বক্সে গিয়ে @fbchess টাইপ করুন।

৪. কোথাও ফেঁসে গিয়েছেন? নিজের লোকেশন জানাতে চান বন্ধুকে? স্রেফ লোকেশন আইকন চাপুন। সহজেই দেখিয়ে দেবে লোকেশন।

৫. ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনি বন্ধুর হয়ে পেমেন্টও করতে পারবেন। তিনটি ডট-এ ক্লিক করে ‘পেমেন্টস’ অপশন বেছে নিন। প্রথমবার পেমেন্টের জন্য ডেবিট কার্ডের সঙ্গে কানেক্ট করতে হবে।

৬. প্রতিটি কথোপথনের রং পাল্টাতে পারবেন। ‘কনট্যাক্ট’-এ গিয়ে ‘চেঞ্জ কালার’ অপশন পাবেন।

৭. বন্ধুর মন খারাপ? মুড ভাল করতে চান? চ্যাট-এ গিয়ে @dailycute টাইপ করুন। দেখুন কী হয়!

৮. ধরা যাক, স্বামী বা স্ত্রীর পাশে বসে বন্ধুর সঙ্গে চ্যাটে তার সমালোচনা করছেন। এর মধ্যে মাঝে একবার উঠে কোন কাজে গিয়েছেন। প্রিভিউ সমালোচিত ব্যক্তির চোখে পড়ে গেল! ভাবতে পারছেন, কী হবে? সেটিংস-এ গিয়ে, নোটিফিকেশনস প্রিভিউ অফ করে দিন। ব্যাস সমস্যার সমাধান।

৯. এবারে একটি বাস্কেটবল ইমোজি পাঠিয়ে দেখুন বন্ধুকে। দু’জনে মিলে খেলতে পারবেন বাস্কেটবল।

১০. ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারেন। ম্যাসেঞ্জার ইনস্টল করে ফোন নম্বর দিয়ে লগ-ইন করুন।

১১. এক ম্যাসেঞ্জারে একাধিক একাউন্টে ঢোকার সুবিধা রয়েছে।