আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন ফ্রিডমের ঈদ আয়োজন

ফ্রিডমের ঈদ আয়োজন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১২:১২ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


84অনলাইন ফ্যাশন ডেস্ক: রোজা চলে এসেছে। এর মধ্যেই ফ্যাশন বাজারে শুরু হয়ে গেছে ঈদের তোড় জোড়।

এ উপলক্ষে ফ্যাশন হাউস ‘ফ্রিডম’ নিয়ে এসেছে নতুন ডিজাইনের এক্সক্লুসিভ সব কালেকশন। ফ্রিডমের নতুন ডিজাইনের কালেকশনের মধ্যে রয়েছে শার্ট, টি-শার্ট, হাফ হাতা শার্ট সঙ্গে পলো টি-শার্ট ও টি-শার্টতো থাকছেই। এক্সপোর্ট কোয়ালিটির ফ্রিডম এর পোশাক পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।

ফ্রিডম এর নতুন সবগুলো পোশাক পাওয়া যাচ্ছে আজিজ সুপার মার্কেটসহ ঢাকার মিরপুরের ২টি, সিলেট এবং গাজীপুর কোনাবাড়ীর আউটলেটে।

যোগাযোগ : ফ্রিডম, ১০৫ আজিজ সুপার মার্কেট (নিচ তলা), শাহবাগ, ঢাকা।

আউটলেট: আভিকো টাওয়ার, আনসার মার্কেট কোনাবাড়ী, গাজীপুর এবং আব্বাস আলী মার্কেট পূর্ব দরগাহ গেট, আম্বরখানা সিলেট।