আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফ্রেঞ্চ ওপেন: শেষ চারে কেভিতোভা

ফ্রেঞ্চ ওপেন: শেষ চারে কেভিতোভা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২০ , ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনালে পৌঁছে গেছেন পেত্রা কেভিতোভা। ২০১২ সালের পর এই প্রথম রোলাঁ গারোর শেষ চারের টিকিট পেলেন চেক প্রজাতন্ত্রের এ মেগাস্টার।
ক্লে-কোর্টের মেজর টুর্নামেন্টের আবেগময় মিশনে কেভিতোভা উড়ে চলেছেন জয়রথে। শেষ আটের লড়াইয়ে এ টেনিস মেগাস্টার হারিয়েছেন জার্মান প্রতিপক্ষ লরা সিগমুন্ডকে।
চলতি বছরের ফ্রেঞ্চ ওপেনে একটি সেটও হারেননি সপ্তম বাছাই কেভিতোভা। কোয়ার্টার-ফাইনালেও সেই দুরন্ত অভিযাত্রাটা ধরে রাখলেন। জিতলেন সরাসরি সেটে ৬-৩ ও ৬-৩ গেমে।
২০১৬ সালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে ছুটে চলেছেন দুইবারের উইম্বলডন জয়ী। ফাইনালে ওঠার লড়াইয়ে কেভিতোভা লড়বেন সোফিয়া কেনিন বা ড্যানিয়েলে কলিন্সের বিপক্ষে।