আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে কমিউনিটি পুলিশং ডে উদযাপন উপলক্ষে র‌্যালি

বকশীগঞ্জে কমিউনিটি পুলিশং ডে উদযাপন উপলক্ষে র‌্যালি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৪, ২০২৩ , ৬:৪৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: “পুলিশ জনতা ঐক্য করি ‘ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়ঁরা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা। থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে বকশীগঞ্জ থানার (ওসি) মো. সোহেল রানার সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি শাহিনা বেগম, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির কবির আলমাছ, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দিকুর রহমান মাসুম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহিন আল-আমিন, সাংবাদিক সরকার রাজ্জাক, কাউন্সিলর মিজানুর রহমানসহ জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যম কর্মী, গ্রাম পুলিশসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন । এসময় বক্তারা জুয়ামুক্ত, ইভটিজিং, বাল্য বিবাহমুক্ত, মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।