আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৩ , ৬:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি : “অসমতার বিরুদ্ধে লড়াই করি ” দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে। জামালপুরে বকশীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা শাখার উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। যুব উন্নয়নক কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশনে অফিসার তুহিনুল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম জয় প্রকাশ নন্দী, উপজেলা খাদ্য পরিদর্শক দীপক সরকার, উপজেলা প্রকল্প কার্যালয়ের উপ -সহকারী বুলবুল আহমেদ, সাংবাদিক রাশেদুল ইসলাম, এমদাদুল হক লালন, শিক্ষার্থী লবিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি ও আলোচনা সভা শেষে দুর্যোগ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নিনির্বাপক মহরা দেন ফায়ার সার্ভিসের কর্মীরা ও চিত্রাঙ্গন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।