আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে ইমাম সম্মেলন

বকশীগঞ্জে ইমাম সম্মেলন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ৮:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমির অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরের উপজেলা পর্যায়ে ইমাম, খতিব ও আলেম ওলামা দের নিয়ে ‌‌‌`সাম্প্রদায়িক সপ্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক মতবিনিময় সভা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাস রিয়েল । বকশীগঞ্জ ইসলামি ফাউন্ডশনের ফিল্ড সুপার ভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি মাওলানা হামিদুল ইসলাম, মুফতি মাওঃ মহিবুল্লাহ রহমান, আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুর রাজ্জাক প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওঃ এনায়েতুল্লাহ।