আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে ভাইস চেয়রম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে ভাইস চেয়রম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ৬:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারের মিথ্যা মামলা প্রত্যাহার ও জেল থেকে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে মহাসড়কে উপজেলা সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন হয়।
এতে বক্তব্য দেন, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রহমান খুদু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, ইয়াসিন তালুকদার, পৌর আ’লীগের আহবায়ক জালাল উদ্দিন জালাল, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান লাল প্রমূখ। এসময় বক্তারা বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়রম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়কের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।