আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বক‌শীগ‌ঞ্জে ভূ‌মি সেবা সপ্তাহ উদযাপন

বক‌শীগ‌ঞ্জে ভূ‌মি সেবা সপ্তাহ উদযাপন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২৩ , ৫:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর জেলার বক‌শিগঞ্জ উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সের ব‌্যবস্থাপনায় ভূ‌মি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন করা হ‌য়ে‌ছে। জামালপুরে বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়,জমির ম্যাপ, এবং দাখিলার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতামূলক সভ করা হয়েছে। ২২ মে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে দুপুর ৩ টায় উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, বকশিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর আলমাস,বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান খান প্রমাণিক, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, শিল্প বনিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ সহ অনেকে। ভূমি অফিস সূত্র জানা গেছে, ২২ মে থেকে ২৮ তারিখ ভূমি সপ্তাহ উদযাপন করা হবে।