আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদন্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২৩ , ৬:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : বকশীগঞ্জে দুই মাদকসেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টায় সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বি এ দন্ড দেন। উপজেলার লাউচাপড়া এলাকায় সামিউল মেম্বারের বাড়ির উত্তর পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শুকবার সকালে দন্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর এলাকার দেলোয়ারের ছেলে শহিদ মিয়া (৩৫) এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার পাঁচ মেঘাদল এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মজিদ (৩৫)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) কলাম ২১ অনুযায়ী আটককৃত ২ জনকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন মাদক নির্মূলে সব সময় কাজ করে যাবে বলে জানান তিনি।