আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৩ , ৪:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ মার্চ) দুপুর ১২ টায় পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের নিজ ঘর থেকে মনিরুল ইসলাম (২৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মনিরুল ইসলাম কাগমারী গ্রামের সুরুজ জামাল ওরফে কল্লে মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ জানায়, রবিবার সকালে ঘরের দরজা না খুললে তার বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেও মনিরুল ইসলাম সারা না দেওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্নার সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে দুুপুরের দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  মনিরুল ইসলাম ব্যক্তিগত জীবনে দুই স্ত্রী থাকায় কিছুটা অসস্থিতে ভুগছিলেন। এলাকাবাসীর ধারণা তার বিবাহিত দুই বউ নিয়ে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারেন। বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি।