আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২৩ , ৯:০১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। সহকারী কমিশনার (ভ‚মি) আতাউর রাব্বির সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক শাহিন আল আমিন, হেদায়েত উল্লাহ হোসনা, সরকার আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, জিএম ফাতিউল হাফিজ বাবু, রাশেদুল ইসলাম রনি, মতিন রহমান, এমদাদুল হক লালন, রকিবুল ইসলাম বিদ্রোহী, ছালাম মাহমুদ, মনিরুজ্জামান লিমন, ইমরানসহ অনেকেই। নবাগত ইউএনও অহনা জিন্নাত মতবিনিময় সভায় বলেন- সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।