আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২

বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৬:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


6কাগজ অনলাইন প্রতিবেদক: বগুড়া সদরের সেউজগাড়ী ও গাবতলী উপজেলার চকবোঝাই স্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় বিক্রি নিষিদ্ধ ২১২ বোতল ফেনসিডিলসহ দুই মাদকদ্রব্য ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ জুন) বিকেল সোয়া ৫টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারা হলেন, সদর উপজেলার শাখারিয়া জঙ্গলপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে কবির হোসেন ও চকসূত্রাপুর জহুরুল নগর এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. রাসেল।

র‌্যাব জানায়, সোমবার (১৩ জুন) দিনগত রাত পৌনে ১০টায় ও দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ওই পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ ওই দুই মাদকদ্রব্য ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ দুই উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন।