আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বদরগঞ্জে নদীতে ডুবে তিন বোনের মৃত্যু

বদরগঞ্জে নদীতে ডুবে তিন বোনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২১ , ১২:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ফুফুর বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে মারা গেছে তিন বোন। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাটারাম শেখপাড়া গ্রামের চান্দামারির ঘাট এলাকায়। মারা যাওয়া রুবিনা (১৫) ও রাবেয়া (১০) আপন দুই বোন এবং সাদিয়া (১২) চাচাতো বোন।
রুবিনা ও রাবেয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর পশ্চিমপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং সাদিয়া পৌর শহরের বালুয়াভাটা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। জানা গেছে, তিন বোন মঙ্গলবার ফুফু কোহিনুরের বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামে ওই তিন বোন। এ সময় তারা স্রোতের তোড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নদীতে ডুবেই তিন বোনের মৃত্যু হয়েছে।