আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লীড বদলি গোলরক্ষকের নৈপুণ্যে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

বদলি গোলরক্ষকের নৈপুণ্যে বিশ্বকাপে অস্ট্রেলিয়া


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২২ , ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড


দিনের শেষে  ডেস্ক : বদলি নেমে নায়ক বনে গেলেন গোলরক্ষক অ্যান্ড্রু রেডমেইন। টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে নিয়ে গেলেন কাতার বিশ্বকাপে। ‘ডি’ গ্রুপে তারা খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, তিউনিসিয়া ও ডেনমার্কের সঙ্গে। সোমবার পেরুর বিপক্ষে আন্তঃমহাদেশীয় প্লে-অফে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও নিষ্পত্তিসূচক গোল করতে পারেনি কোনো দল। অতিরিক্ত সময়ের শেষ দিকে বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামেন রেডমেইন। প্রথম ৫ শটে ৪-৪ সমতা ছিল। ষষ্ঠ কিকে অস্ট্রেলিয়া এগিয়ে যাওয়ার পর পেরুর শটটি ঠেকিয়ে দেন রেডমেইন। আর ৫-৪ ব্যবধানে জিতে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় সকারুজরা। ম্যাচের পর অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনল্ড সংবাদ-সম্মেলনে জানান, কৌশলগত কারণেই রেডমেইনকে মাঠে নামিয়েছিলেন তিনি। আরনল্ড বলেন, ‘পেনাল্টি থেকে সে পারদর্শী। আমি ওদের (পেরু) মানসিক ধাক্কা দেয়ার জন্যই কাজটা করেছিলাম। ওরা হয়তো নিজেদের মধ্যে বলাবলি করছিল, ‘কেন রেডমেইনকে নামানো হলো। নিশ্চয়ই সে ভালো!’ সম্ভবত এ কারণেই ওরা একটি বল পোস্টে মেরেছে (তৃতীয় পেনাল্টি শট)। পেরুর পেনাল্টি টেকারদের মানসিক অস্বস্তিতে ফেলার একটা ক্ষুদ্র প্রয়াস এটা। আমি ঝুঁকি নিয়েছি। তবে এতে কাজ হয়েছে।’’ তবে যাকে নিয়ে আলোচনা সেই রেডমেইন কিন্তু নিজেকে ‘হিরো’ ভাবতে নারাজ। তিনি বলেন, ‘আমি তো কেবল ম্যাচের অল্প সময় মাঠে ছিলাম। আমি নিজেকে হিরো বা অন্য কিছু ভাবছি না।’
বিশ্বকাপ প্লে-অফে নিজেদের এক নম্বর গোলরক্ষক ম্যাট রায়ানের বদলি হিসেবে রেডমেইনকে নামানোর পরিকল্পনা এক মাস আগেই করেছিল অস্ট্রেলিয়া। তবে ব্যাপারটা শুধু জানতেন কোচসহ তিনজন।