আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ববির ‘বিজলি-টু’ আসছে

ববির ‘বিজলি-টু’ আসছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২১ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  চলচ্চিত্র নায়িকা ইয়ামিন হক ববি অভিনীত আলোচিত সিনেমা ‘বিজলী’। ২০১৮ সালে মুক্তি পাওয়া কল্পবিজ্ঞান ভিত্তিক কাহিনীর এ সিনেমাটি পরিচালনা করেন ইফতেখার চৌধুরী, ববি নিজেই ছিলেন এর প্রযোজক। এবার তিনি সিনেমার সিক্যুয়েল ‘বিজলি টু’ নির্মানের ঘোষণা দিলেন। একজন সাধারণ মানুষের অসাধারণ সুপার পাওয়ার এবং তাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে গড়ে উঠেছে ‘বিজলী’র কাহিনী। এটি বাংলাদেশের প্রথম সুপার ওম্যান ছবি। ‘বিজলী’র কাহিনী বর্তমান সময়কে ঘিরেই গড়ে উঠেছে, যার সূত্রপাত ঘটে প্রায় ২০ বছর আগে একটি ষড়যন্ত্রের কারণে। করোনাকালীন অচলাবস্থা কাটলে ববি ছবিটি শুটিং শুরু করতে চান বলে জানিয়েছেন।