আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত

বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৪, ২০২৪ , ৩:২৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সকালে জেলা সদরের পল্লী বিদ্যুৎ এলাকার দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), তার মেয়ে পূজা দাস (১১) এবং সাগর দাসের ভাইয়ের ছেলে পলক দাস (১২)। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরোয়ার হোসেন বলেন, শিশুদের নিয়ে বাসার বাহিরে রোদ পোহাচ্ছিলেন দীপ্তি। তাদের বাড়ির পাশেই ছিল হাসকিং মিল। হঠাৎ হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে তাদের গায়ে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, মিলটিতে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বয়লার বিস্ফোরণ হয়ে উড়ে গিয়ে পড়ে। এতে একেই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।