বরিশালে গাঁজাসহ আটক নারীর কারাদণ্ড
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:১৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
কাগজ অনলাইন প্রতিবেদক: বরিশাল নগরের জেলখানার মোড় থেকে গাঁজাসহ আটক সুমি বেগম (২৪) নামে এক নারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০১ জুন) দিনগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সুমি উজিরপুরের মুণ্ডুপাশার ফারুক হোসেনের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আ. মালেক তালুকদার বলেন, সন্ধ্যায় সুমিকে নগরের জেলখানার মোড় থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সুখময় সরকার এ দণ্ডাদেশ দেন।
অভিযানে আরো ছিলেন, অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুজ্জামান।