আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বরিশালে পুলিশকে কুপিয়ে জখম, আটক এক

বরিশালে পুলিশকে কুপিয়ে জখম, আটক এক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ১১:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের এক এএসআইকে বটি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
আহত হওয়ার পর এএসআই শহিদুল ইসলামকে সোমবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আটক হয়েছে ‘হামলাকারী’ বড়লক্ষ্মীপুর গ্রামের মিরাজুল ইসলাম (২৬)।

মুলাদী থানার ওসি মতিউর রহমান বলেন, ‘মাদকাসক্ত’ মিরাজুল ‘টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার চেষ্টা’ করছে এমন খবর পেয়ে সফিপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের এএসআই শহিদুল বড়লক্ষ্মীপুর গ্রামে যান।

“ঠেকানোর চেষ্টা করলে পুলিশের উপর ক্ষিপ্ত হয় মিরাজুল। বঁটি দিয়ে কুপিয়ে শহিদুলের দুই হাত জখম করে সে।”

এ ঘটনায় থানায় একটি মামলা করা হবে বলে জানান ওসি।