আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বরিশালে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

বরিশালে মাদক মামলায় যুবকের কারাদণ্ড


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৮:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


8কাগজ অনলাইন প্রতিবেদক: বরিশালে মাদক মামলায় তৌফিকুল ইসলাম (১৮) নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ জুন) বিকেলে আসামির উপস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত তৌফিকুল সদর উপজেলার দক্ষিণ সাপানিয়ার তালুকদার বাড়ির মৃত হায়দার আলী ফকিরের ছেলে।

আদালত সূত্র জানায়, বগুড়া রোডে অবস্থিত সমবায় ব্যাংকে পিয়ন হিসেবে কাজ করতেন তৌফিকুল। ২০১৪ সালের ২ নভেম্বর ঝাউতলা তৃতীয় গলি থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির বাদী হয়ে ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

একই বছরের ২ ডিসেম্বর তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশের পরির্দশক আবুল কালাম আজাদ। ১১ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।