বরিশালে ৫শ’ কেজি আম ধ্বংস করলো বিএসটিআই
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৩:৪৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
বরিশাল: বরিশাল বিভাগের তিন জেলায় ১১ দিনে ফরমালিনযুক্ত ৫১০ কেজি আম ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার(০১ জুন) থেকে শনিবার (১১ জুন) পর্যন্ত বরিশাল, ঝালকাঠি ও ভোলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৪টি প্রতিষ্ঠান থেকে ৫১০ কেজি আম জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি এক লাখ ৭৪ হাজার টাকা জরিমানা ও একজনকে দুই বছরের কারাদণ্ডাদেশও দেওয়া হয়।
বিএসটিআই সূত্র জানায়, ১ জুন থেকে ১১ জুন পর্যন্ত অভিযান চালিয়ে বরিশালের ১৮টি আড়ৎ ও দোকানে অভিযান চালানো হয়। এরমধ্যে ছয়টি প্রতিষ্ঠানের আমে ফরমালিন পাওয়া যায়।
ঝালকাঠি জেলার নয়টি আড়ৎ ও দোকানে অভিযান চালিয়ে তিনটি দোকানের ফলে ফরমালিন পাওয়া গেছে। ভোলা জেলার ২১টি আড়ৎ ও দোকানে অভিযান চালিয়ে পাঁচটি দোকানের ফলে ফরমালিনের পাওয়া যায়।
বিএসটিআই’র আঞ্চলিক অফিস প্রধান মো. আমিনুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।