আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বহুজাতিক শেয়ারে বাজিমাত

বহুজাতিক শেয়ারে বাজিমাত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২১ , ১১:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। সপ্তাহজুড়ে এই কোম্পানিগুলো রিটার্ণেও বাজিমাত দেখিয়েছে। এতে করে কোম্পানিগুলোতে বিনিয়োগে আগ্রহও বেড়েছে বিনিয়োগকারীদের। অন্যদিকে, বহুজাতিক কোম্পানির অবদানে সপ্তাহজুড়ে সূচকেরও উর্ধ্বগতি লক্ষ করা গেছে। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গেলো সপ্তাহে বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিটার্ণ দিয়েছে বাটা সু। কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৯.৪০ শতাংশ রিটার্ণ দিয়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৭৫ টাকা ২০ পয়সায়। একইভাবে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ১২.৬০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫৮ টাকা ৮০ পয়সায়। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ৯.৮০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৪ টাকা ৬০ পয়সায়। এছাড়াও, লিনডে বাংলাদেশ বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ৮.৪০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫০৫ টাকা ৫০ পয়সায়। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ৭.১০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯৮৮ টাকা ৩০ পয়সায়। গ্রামীণফোন বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ৬.৭০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮৬ টাকা ৫০ পয়সায়। আরএকে সিরামিক রিটার্ণ দিয়েছে ৬.২০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ টাকা ৪০ পয়সায়। হাইডেলবার্গ সিমেন্ট রিটার্ণ দিয়েছে ৬.১০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭৩ টাকা ১০ পয়সায়। এছাড়াও ৫ শতাংশের কমে রিটার্ণ দিয়েছে এমন কোম্পানির মধ্যে, বার্জার পেইন্টস বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ৪.৩০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮৬২ টাকা। রেকিট বেনকিজার রিটার্ণ দিয়েছে ৪.১০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪৯৯ টাকা ৪০ পয়সা। ম্যারিকো বাংলাদেশ রিটার্ণ দিয়েছে ৩ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩৯২ টাকা ৬০ পয়সায় এবং লাফার্জহোলসিম লিমিটেড বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে ০.৯০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৯ টাকা ৪০ পয়সাূ।