আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বাংলাদেশ থেকে পালানো ১৪ রোহিঙ্গা নেপালে ধরা

বাংলাদেশ থেকে পালানো ১৪ রোহিঙ্গা নেপালে ধরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২১ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  নেপালের রাজধানী কাঠমান্ডুতে আটক হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ১৪ রোহিঙ্গা। দেশটির পুলিশ জানিয়েছে, স্থলপথে নেপালে প্রবেশ করেছে রোহিঙ্গাদের একটি দল। বুধবার নেপালের স্থানীয় সংবাদমাধ্যম খবরহাবের খবরে বলা হয়, আটককৃত রোহিঙ্গাদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কীভাবে এই রোহিঙ্গারা নেপালে প্রবেশ করেছে জানতে তদন্ত চলছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক নারায়ন প্রসাদ ভাট্টারিয়া বলেন, নতুন কিছু রোহিঙ্গা এসেছে। আমরা তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করেছি। রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করে কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশ রেঞ্জের প্রধান এসএসপি অশোক সিং বলেন, রোহিঙ্গাদের আটকের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।