আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা পরিসংখ্যানের খুঁটিনাটি

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা পরিসংখ্যানের খুঁটিনাটি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২৩ , ৫:১৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : চলমান বিশ্বকাপে আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের মোকাবেলা করবে টাইগাররা। মাঠের লড়াইয়ের আগে দুই দলের পরিসংখ্যানের লড়াইয়ের দিকে আলোকপাত করা যাক।  একদিনের ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দল এখন পর্যন্ত ২৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে দক্ষিণ আফ্রিকার জয় ১৮ ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৬টি। কোনো ম্যাচ পরিত্যক্ত কিংবা বাতিল হয়নি।

এর মধ্যে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১০ ম্যাচ। বাংলাদেশ ঘরের মাঠে জয় পেয়েছে ২ ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে প্রোটিয়াদের জয় ৭ ম্যাচে, বিপরীতে সাকিব আল হাসানরা জিতেছেন ২ ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১ ম্যাচ। বাংলাদেশ এখানে এগিয়ে, জয় পেয়েছে দুই ম্যাচে।

বিশ্বকাপের হিসেবে দুই দলই সমানে সমান। এখন পর্যন্ত মোট চারবার বিশ্বকাপে একে অন্যকে মোকাবেলা করেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। তাতে দুই দলই সমান ২টি করে জয় পেয়েছে। বাংলাদেশ জিতেছিল ২০০৭ ও ২০১৯ বিশ্বকাপে। বিপরীতে ২০০৩ ও ২০১১ বিশ্বকাপে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছিল প্রোটিয়ারা।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে প্রোটিয়ারা। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩টিতেই জয় তুলে নিয়েছে তারা। তিন ম্যাচেই প্রতিপক্ষের উপর রান বন্যা বইয়ে দিয়েছেন হেনরিক ক্লাসেন-ডেভিড মিলাররা। বিপরীতে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশ টানা ৩ ম্যাচ হেরে খাদের কিনারায় অবস্থান করেছে।