আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশ দল এখন আরব আমিরাতে

বাংলাদেশ দল এখন আরব আমিরাতে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২১ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। পৌঁছেই বাসযোগে ওয়ার্ম-আপ ম্যাচের ভেন্যু আবুধাবির উদ্দেশে যাত্রা করেছে মাহমুদউল্লাহরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে গত ৩ অক্টোবর দেশ ছাড়ে বাংলাদেশ দল। একদিনের কোয়ারেন্টিন শেষে তিন দিন অনুশীলন করে শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। রবিবার রাতে আবুধাবি পৌঁছে একদিন কোয়ারেন্টিনে থাকতে হবে মাহমুদউল্লাহদের। এরপর কোনও অনুশীলন ছাড়াই দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াই শেষে পরদিন আবার তারা ওমানে ফিরে যাবে। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে সেপ্টেম্বরের মাঝামাঝি আরব আমিরাতে গেছেন। রাজস্থান রয়্যালস আইপিএল থেকে ছিটকে যাওয়ায় মোস্তাফিজ এখন পুরোপুরি মুক্ত। তিনি এই মুহূর্তে টিম হোটেলে অবস্থান করছেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ নিশ্চিত হওয়াতে সাকিব আরও কিছুদিন বাইরে থাকছেন। কলকাতা ফাইনালে গেলে আইপিএল শেষ করেই যোগ দেবেন সাকিব। সেক্ষেত্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে না বাঁহাতি অলরাউন্ডারের। প্রস্তুতি ম্যাচ দুটি খেলে বাংলাদেশ দল ওমানে ফিরবে ১৫ অক্টোবর। ওখানে পরদিন অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।