আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচলে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচলে চুক্তি স্বাক্ষর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২০ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক  : যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চুক্তি সাক্ষরিত হয়। গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।এদিকে ড্রিমলাইনার ‘আকাশবীণা’ প্রথমবারের মতো শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী বলেছিলেন, নতুন প্রজন্মের উড়োজাহাজ বিমানের সার্বিক পরিবর্তন আনবে। সেবার মান বাড়বে।