বাংলাদেশে জঙ্গি-আইএস নেই, আছে মুস্তাফিজ-সাকিব
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান ও কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, বিশ্বের বাঘা বাঘা দল এখন বাংলাদেশে খেলতে এসে আমাদের নিয়ে আলাদা করে ভাবতে হয়। মুস্তাফিজ-সাকিব থাকায় তাদের চিন্তায় পড়তে হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যগুলো তুলে ধরে তিনি বলেন, বাঙালি অসম্ভবকে সম্ভব করার জাতি। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এখন সারাবিশ্বের মধ্যে একটি উজ্জ্বল নাম। বিশ্বের যে কোনো দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে আসার আগে তাদের অনেক কিছু বিবেচনা করে আসতে হয়।
তিনি আরও বলেন, জঙ্গি আছে- এ অজুহাতে অস্ট্রেলিয়া খেলতে আসেনি, কিন্তু কেন আসেনি তা আমরা জানি। কারণ আমাদের দেশে মুস্তাফিজ-সাকিবের মতো খেলোয়াড় রয়েছে। ক্রিকেট খেলতে না এলেও ফুটবল খেলতে ঠিকই এসেছিল অস্ট্রেলিয়া।
এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গি, আইএস নেই, আছে মুস্তাফিজ-সাকিব।