আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশের দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড

বাংলাদেশের দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২৩ , ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজে দলের হেড কোচ গ্যারি স্টিডকে আগেই বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছিলো কিউইরা। এবার দল ঘোষণার পর জানা গেল, টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলবে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল। শনিবার নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দলে প্রথমবারের মতো অধিনায়কত্ব দেওয়া হয়েছে লকি ফার্গুসনকে। এই সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের। কিন্তু পুরো ফিট না হওয়ায় দলে নেই তিনি। তার চোটের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষন করছেন এনজেডসি। এছাড়া বিশ্বকাপে দলে থাকার সম্ভাবনা রয়েছে এমন ক্রিকেটাদের মধ্যে টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টদের মতো ক্রিকেটাররা আসছেন না বাংলাদেশে। মার্ক চ্যাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশামও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে নেই। দুজনই প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন ওই সময়ে। এজন্য সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে রেখেছেন তারা। এর আগে সর্বশেষ ২০২১ সালে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। সেবারও দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল এনজেডসি।

ওই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
কিউই বোর্ডের নতুন প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক সামনের ঠাসা সূচীর কারণে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ঠাসা সূচিতে খেলতে হবে। এর মধ্যে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র এবং পাকিস্তান সফরও আছে। এর আগে ওয়ার্কলোডে ভারসাম্য আনার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলোয়াড়েরা বাংলাদেশের মতো পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। বাংলাদেশ সফর বেশ চ্যালেঞ্জিং। সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে পারা পরবর্তী কয়েক মাসের জন্য গুরুত্বপূর্ণ হবে।’ বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্‌নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।