আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বাংলাদেশের প্রযোজিত আইটেম গানে ঝড় তুললেন নুসরাত

বাংলাদেশের প্রযোজিত আইটেম গানে ঝড় তুললেন নুসরাত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২২ , ১:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশের টিএম প্রযোজনা সংস্থার ‘নাচ ময়ূরী নাচ’ শিরোনামের গানে ঝড় তুললেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। শুক্রবার গানের টিজার প্রকাশ করা হয়েছে। এর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। প্রকাশের কয়েক ঘণ্টায় গানটির ভিউ ১০ লাখ ছাড়িয়েছে। গানের কথা, সুরে ছিলেন তাপস। কণ্ঠ দিয়েছেন লুইপা। ৯ জানুয়ারি মুম্বাইয়ে গানটির শুটিং হয়েছে।
পরিচালক বাবা যাদব জানান, বাংলাদেশের টিএম প্রযোজনা সংস্থা এর আগে মু্ম্বাইয়ের সানি লিওনকে তৈরি করেছিল এ রকমই একটি মিউজিক ভিডিও, ‘দুষ্টু পোলাপান’। এই প্রযোজনা সংস্থা মিমি চক্রবর্তী এবং নীরব হোসেনকে জুটি বানিয়ে মিউজিক ভিডিও বানিয়েছে। এবার নুসরাতকে নিয়ে কাজ করলেন তারা।
বাবা যাদব এর আগেও নুসরাতের সঙ্গে একাধিক ছবির গানে কাজ করেছেন নৃত্য পরিচালক হিসেবে। মা হওয়ার আগের আর পরের নায়িকার মধ্যে পার্থক্য নিয়ে বাবা যাদব জানান, ‘‘নুসরাত আরও আত্মবিশ্বাসী হয়েছেন। একই সঙ্গে নমনীয়, কমনীয়ও! সাত মাসের ছেলেকে কলকাতায় রেখে এসেছেন। সারাক্ষণ একরত্তির জন্য চিন্তা। খুব কম সময়ে মেদ ঝরিয়ে আগের মতোই ছিপছিপে, সুন্দরী নুসরাত।”