বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২৩ , ১২:১০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত সোমবার বেলা ১১টায় এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান আওয়ামীলীগের জেলা কমিটির সদস্য সমাজকর্মী হাসিব আলম তালুকদার ভিত্তি প্রস্তর শেষে ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অহিদুজ্জামান ডিউক, দেলোয়ার হোসেন, মঞ্জুর মোর্শেদ, এমএ বশার, জহুরুল হক ভূঁইয়া, খলিলুর রহমান প্রমূখ বক্তৃতা করেন। উল্লেখ, বীর উত্তম সামসুল আলম তালুকদার বাউফলেরই কৃতি সন্তান ছিলেন। তার স্মৃতিতে প্রেসক্লাবের ওই ভবন নির্মাণে তারই ছেলে হাসিব আলম তালুকদার ইতিমধ্যে ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।