আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফলে ঘাতকের স্বিকারোক্তিতে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

বাউফলে ঘাতকের স্বিকারোক্তিতে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৩ , ৭:৫৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল প্রতিনিধি : নিখোঁজের ১৭ দিন পরে পটুয়াখালীর বাউফলে হৃদয় কবিরাজ (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত এক ঘাতকের স্বিকারোক্তিতে আজ শুক্রবার সকালে দক্ষিন পূর্ব বিলবিলাস ও খেজুরবাড়িয়া গ্রামের সীমানা নির্ধারণী খালে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সে দাশপাড়া ইউপির এক নম্বর ওয়ার্ডের হরো কবিরাজের ছেলে। পৌর সদরের নবারুন সার্ভে ও পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ম সেমিষ্টারের ছাত্র ছিলো। পুলিশ জানায়, ওই কলেজ ছাত্র গত ১১ জুলাই বিকালে নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। খোঁজাখুজির পর ২৩ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন ছাত্রটির বাবা হরো কবিরাজ। বিভিন্ন জায়গায় তল্লাশির একপর্যায়ে গত বুধবার একই এলাকার হাশেম খানের ছেলে হৃদয়ের বন্ধু জাফর খান নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জাফরের স্বিকারোক্তিতে বৃহস্পতিবার গভীর রাতে খাল থেকে প্রথমে নিহতের মোটরসাইকেল উদ্ধার করে। পরে তারই দেয়া তথ্যানুযায়ী খেজুরবাড়িয়া গ্রামের ছহির উদ্দিন বিশ্বাস বাড়ী সংলগ্ন খালে ভাসমান অবস্থায় হৃদয়ে লাশ উদ্ধার করা হয়। ঘাতকের স্বীকারোক্তি অনুযায়ী নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানায় বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক।