আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত-১

বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত-১


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল প্রতিনিধি : ট্রাক্টরে আমনের বীজতলা তৈরীতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে পটুয়াখালীর বাউফলের কেশবপুর ডিগ্রি কলেজ এলাকায় রহিম খান (৭০) নামে এক বৃদ্ধের মুত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন জাফর খান (৪৫) নামে অপর একজন। আহত জাফর খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ঘটে এ ঘটনা।
স্থানীয়রা জানায়, বীজতলা তৈরীতে গিয়ে ক্ষেত লাগোয়া বিদ্যুতের খুঁটির টানায় অসাবধানতা বসত জাফর খানের ট্রাক্টরের ধাক্কায় তার ছিড়ে নীচে পড়ে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ক্ষেতের আগাছা পরিস্কারে ব্যাস্ত থাকা তার চাচা রহিম খান। গুরুতর আহত হন জাফর খান। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সোহেব জানায়, আহত জাফর খানের অবস্থাও শংকটাপন্ন।
কেশবপুর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মৃত রহিম খানের বাবার নাম মৃত নুরু খান। তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে তার। অসাবধানতা বসত বিদ্যুতের খুঁটির টানায় ট্রাক্টরের ধাক্কায় ঘটে এ দুর্ঘটনা।’