আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাগেরহাট শরণখোলায় ৫০ হাজার মানুষ পানিবন্দী

বাগেরহাট শরণখোলায় ৫০ হাজার মানুষ পানিবন্দী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২১ , ১২:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাট শরণখোলায় ৫০ হাজার মানুষ এখনো পানিবন্দী হয়ে রয়েছে। অনেক পরিবারে রান্নাবান্না হয়না। ফসলের মাঠ ও বীজতলা পাঁচ-ছয় ফুট পানির নীচে ডুবে রয়েছে। মানুষের জীবনযাত্রা থমকে গেছে।
সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে শরণখোলার গ্রামাঞ্চল প্লাবিত হয়ে যায়। ৪/৫ ফুট পানির নীচে ডুবে যায় ফসলের মাঠ,বাড়িঘর রাস্তাঘাট। ভেসে যায় পুকুর ঘেরের মাছ। ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো মেলেনি। ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু জানান, তার ইউনিয়নের শত শত পরিবার এখনো পানি বন্দী হয়ে আছে। ঘরে পানি ওঠায় অনেক পরিবারে রান্না হয়না আত্মীয়স্বজনের বাড়ী থেকে খাবার এনে খাচ্ছে। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতে সৃষ্ট জলাব্ধতায় উপজেলার চারটি ইউনিয়নে তের হাজার পরিবারের প্রায় ৫৫/৬০ হাজার মানুষ এখনো পানিবন্দী হয়ে আছে। পানি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন কর্তপক্ষকে জানানো হয়েছে বলে ইউএনও জানান।