আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার : রিজভী

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার : রিজভী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২৪ , ৪:২৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গণবিরোধী সরকার মানুষের জীবন দুর্বিসহ করতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সামনে রমজান, অথচ চিনি খেজুরের দাম দফায় দফায় বাড়ছে। সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ। বাজার নিয়ন্ত্রণ করতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে সরকার। সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, দ্রব্যমূল্যের কারণে মানুষ নিজের জমানো টাকা শেষ করে ঋণ করে চলেছে। সে ঋণের চাপে মানুষ আত্মহত্যা করছে। এ মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে ৫৭ জন সেনাকর্মকর্তাকে হত্যা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সে ঘটনার পর ১৫ বছর কেটে গেলেও এখনো তার বিচার হয়নি। অথচ সরকার এখন বলছে, সে ঘটনায় না কি বিএনপি জড়িত। পিলখানার ঘটনার নেপথ্যে কারা ছিল তা দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে এসেছে। বিডিআরের সাবেক ডিজির বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের আসল ঘটনা বের হয়ে এসেছে।