আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বাজেট অধিবেশন শুরু আজ

বাজেট অধিবেশন শুরু আজ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১:৪১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


কাগজ অনলাইন প্রতিবেদক: জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ বিকাল ৫টায় শুরু হচ্ছে। এটি চলমান দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, প্রতি বছরের ন্যায় এবারো বাজেট অধিবেশন দীর্ঘ হবে। তবে কতদিন চলবে তা জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় এই কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। আগামীকাল বিকাল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন।

এদিকে বাজেট অধিবেশনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। ভবনের ভেতরে বাহারি ফুলগাছ দিয়ে সাজানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান বিচারপতিকে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিও বাজেট পেশের দিন উপস্থিত থাকবেন।

এ ছাড়া দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থেকে বাজেট পেশের দিন অর্থমন্ত্রীর বক্তব্য শুনবেন। অর্থ বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হবে এই অধিবেশনে।