Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
বাণিজ্য সহায়তায় ডব্লিউটিও’র চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন - Diner Sheshey বাণিজ্য সহায়তায় ডব্লিউটিও’র চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বাণিজ্য সহায়তায় ডব্লিউটিও’র চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন

বাণিজ্য সহায়তায় ডব্লিউটিও’র চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৬:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


xabinetকাগজ অনলাইন প্রতিবেদক: উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে বাণিজ্য সহায়তা দেওয়া সংক্রান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জাতীয় সংসদ ভবনে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘ডব্লিউটিও’র চুক্তিতে অনুসমর্থন দেওয়ায় আমদানি ও রফতানি পণ্যের প্রবাহ ও চলাচল আরও ত্বরান্বিত হবে।’

তিনি বলেন, ‘উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর বিশেষ প্রয়োজন বিবেচনায় নিয়ে ট্রেড ফ্যাসিলিটেশনে তাদের সক্ষমতা বাড়াতে সহায়তা দেওয়া এবং বিভিন্ন দেশের শুল্ক কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানোই এই চুক্তির উদ্দেশ্য।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশ কতটুকু লাভবান হবে তা চুক্তি কার্যকরের পরে বোঝা যাবে। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে বাণিজ্য সুবিধা দেওয়াই এই চুক্তির মূল লক্ষ্য।’

১৯৯৫ সালে মরক্কোতে মারাকেশ চুক্তির মাধ্যমে ডব্লিউটিও প্রতিষ্ঠা করা হয় জানিয়ে শফিউল আলম বলেন, ‘২০১৩ সালের ৩ থেকে ৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার নবম মিনিস্ট্রিয়াল কনফারেন্স হয়। ওই কনফারেন্সে বাণিজ্যের বিদ্যমান পদ্ধতি সহজীকরণের জন্য একটি খসড়া এগ্রিমেন্ট করা হয়।’

বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুযায়ী এর দুই তৃতীয়াংশ সদস্য এই চুক্তি অনুসমর্থন করলে এই চুক্তি কার্যকর হবে। এ পর্যন্ত ৮১টি রাষ্ট্র এটি অনুসমর্থন করেছে। বাংলাদেশ ৮২তম অনুসমর্থনকারী রাষ্ট্র বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বর্তমানে ডব্লিউটিওর সদস্য দেশের সংখ্যা ১৬২টি।

ক্ষমতাধরদের তালিকায় থাকায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩৬ নম্বরে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গত ৬ জুন মার্কিন সাময়িকী ফোর্বস-এ প্রকাশিত বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ৩৬ নম্বরে অন্তর্ভুক্ত হয়েছে, এজন্য মন্ত্রিসভা তাকে অভিনন্দন জ্ঞাপন করেছে।’

গতবার ফোর্বস-এর তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৫৯ নম্বরে।

কাবা শরিফ রক্ষায় প্রয়োজনে সেনা পাঠানো হবে

গত ৩ থেকে ৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করেন। এ বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রয়োজনে পবিত্র দু’মসজিদ (কাবা শরিফ ও মসজিদে নববী) রক্ষায় বাংলাদেশ সৈন্য পাঠাবে এটা সৌদি আরবের কাছে প্রধানমন্ত্রীর একটি প্রতিশ্রুতি। এটা প্রধানমন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে (সৌদি সরকারকে) বলেছেন।’

তবে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান শফিউল আলম।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130