আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাকিবের পর এবার বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে মুশফিক

সাকিবের পর এবার বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে মুশফিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৩ , ২:২৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : পুড়ে ছাই হয়েছে বঙ্গবাজারের কয়েক হাজার দোকান। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই নিঃস্ব হয়েছেন অনেক ব্যবসায়ী। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার তার ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম।
মুশফিক নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, ‘আসসালামুয়ালাইকুম, সবাইকে রমজান মোবারক। আমি নিশ্চিত এতক্ষণে আপনারা সবাই বঙ্গবাজার বাজারের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। বিশেষ করে এটি রমজান মাসে হওয়ায় তারা খুব কঠিন পরিস্থিতির সম্মুখিন হয়েছেন। মুশফিকুর রহিম ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’