বাবা-মার পাশে শায়িত হবেন কামরান
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২০ , ৬:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের জানাজা স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।
এরপর তাকে করোনার কারণে নিহতদের জন্য নির্ধারিত স্থান সিলেটের মানিকপীর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হবে। তবে জানাজা কোন নির্ধারিত সময় ঠিক করা হয়নি।
কামরানকে বহনকারী এম্বুল্যান্স সিলেটে এসে পৌছানোর পর কম সময়ের মধ্যের তার জানাজা এবং দাফন সম্পন্ন হবে। ধারণা করা হচ্ছে বেলা সাড়ে ১২ টার দিকে সিলেট এসে পৌছবে তাকে বহনকারী এম্বুল্যান্স।
এদিকে বদর উদ্দিন আহমদ কামরানের এলাকাবাসীর অনুরোধের ভিত্তিতে তার মরদেহ ৫ মিনিটের জন্য ছড়ার পাড়স্থ মসজিদে নেয়া হবে এবং সেখানে তার একটি জানাজা অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সোমবার (১৫ জুন) সকাল সড়ে ১০ টায় সিলেটের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ দাফন ও জানাজা নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে পরামর্শ সভা শেষে এ সিদ্ধান্ত জানান তিনি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, আমরা বাকরুদ্ধ। এমন এক নেতাকে হারালাম যিনি আমাদের প্রেরণার উৎস। কিন্তু বাস্তবতা বিবেচনায় আবেগের কোন মূল্য এখন নেই। তাই বদর উদ্দিন আহমদ কামরানের জানাযা স্বাস্থ্যবিধি মেনে মানিকপীরের টিলায় অনুষ্ঠিত হবে। তবে তাঁর এলাকাবাসীর অনুরোধে ৫ মিনিট সময়ের জন্য ছড়ারপাড় যে মসজিদে তিনি মুতাওয়াল্লি ছিলেন সেখানে নেয়া হবে এবং সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে একটি জানাজা হবে।
জাকির হোসেন জানান, কেন্দ্রীয় নির্দেশনা হচ্ছে উনার (কামরান) মরদেহ সিলেটে আসার পর দ্রুত দাফন সম্পন্ন করার জন্য। তাই জানাযার নির্ধারিত কোন সময় উল্লেখ করা সম্ভব হচ্ছে না।
নগরভবনে কামরানের মরদেহ নেয়া হবে কি না এমন প্রশ্নে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ব্যাপারে সঠিক কিছু বলা যাচ্ছে না।