আজকের দিন তারিখ ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন বালুচরে ট্রেন্ডি কুর্তা-পাঞ্জাবি

বালুচরে ট্রেন্ডি কুর্তা-পাঞ্জাবি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ২:৪০ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


aঅনলাইন ফ্যাশন ডেস্ক: বালুচর ফ্যাশন হাউজের সবচেয়ে বড় বিশেষত্ব হলো তাদের মৌলিক ডিজাইন এবং বৈচিত্র্যময় ফেব্রিক। বালুচর কেবলমাত্র পাঞ্জাবিই তৈরি করে থাকে।

বালুচর নিয়ে এসেছে বর্ণিল পাঞ্জাবির বিশাল সংগ্রহ। সেই সঙ্গে সম্প্রতি মেয়েদের জন্য বালুচর নিয়ে এসেছে ট্রেন্ডি কুর্তা।

বালুচরের পাঞ্জাবি- কটি কিংবা কুর্তা সবই শতভাগ নিজস্ব ডিজাইনে তৈরি। ফেব্রিকের রং ও কোয়ালিটির গ্যারান্টি শতভাগ। খুচরার পাশাপাশি পাইকারীও পাওয়া যাবে বালুচরের পোশাক।

যোগাযোগ: ৮১ আজিজ সুপার মার্কেট [৩য় তলা], শাহবাগ, ঢাকা।

মোবাইল: ০১৭১৬৫৫৬২৭১।

ওয়েব সাইট : www.balucharkurta.com,

ফেসবুক: fb/baluchar kurta.com