বাস খাদে নামিয়ে যাত্রীদের রক্ষা করলেন চালক
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২০ , ১১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
গাজীপুর প্রতিনিধি : মহাসড়কে উল্টে যাওয়া কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাস খাদে নামিয়ে যাত্রীদের বাঁচিয়েছেন চালক। তবে এ ঘটনায় অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ভুট্টাবাহী একটি কাভার্ডভ্যান ঢাকা যাচ্ছিল। পথে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান গেইটের কাছে পৌঁছলে চাকা ফেটে যায়। ক্ষতিগ্রস্থ চাকা পরিবর্তনের জন্য কাভার্ডভ্যানটি থামিয়ে জগ দিয়ে উঁচু করার সময় গাড়িটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়।
এ সময় নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে দ্রুতগতিতে আসছিল। হঠাৎ কাভার্ডভ্যান মহাসড়কের ওপর উল্টে যাওয়ায় বাসটির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে চালক বাসটিকে যাত্রীসহ সড়কের পাশের খাদে নামিয়ে দিয়ে যাত্রীদের প্রাণ রক্ষা করেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও এ ঘটনায় বাসের অন্তত ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে।