আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বাহুবলীর সঙ্গে ‘প্রভাস ২১’ ছবিতে জুটি বাঁধছেন দীপিকা

বাহুবলীর সঙ্গে ‘প্রভাস ২১’ ছবিতে জুটি বাঁধছেন দীপিকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২০ , ১২:১৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : শিগগিরই জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও প্রভাস। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিলো এমন গুঞ্জন।
অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। নাগ অশ্বিনীর পরিচালিত একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও প্রভাস। ছবিটির নাম ‘প্রভাস ২১’।
প্রভাসের ফিল্ম ক্যারিয়ারের ২১তম ছবি এটি। তাই নতুন ছবিটির নাম রাখা হয়েছে ‘প্রভাস ২১’। এর মধ্য দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলছেন দীপিকা পাড়ুকোন।
রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন দীপিকা-প্রভাস। প্রভাস লিখেছেন- “দীপিকাকে টিমে পেয়ে আমরা সকলেই খুব খুশি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তোমাকে স্বাগত জানাই দীপিকা।” উচ্ছ্বসিত দীপিকাও উত্তর দিয়ে লিখেছেন, “রোমাঞ্চকর জার্নির অংশীদার হওয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- আগমী বছরের এপ্রিলে শুরু হবে ‘প্রভাস ২১’র শুটিং।
সব ঠিক থাকলে এবারই প্রথম একসঙ্গে রূপালি পর্দায় দেখা যাবে বলিউডের এই সুন্দরী ও দক্ষিণের এই সুপারস্টারকে।