বায়োমেট্রিক প্রতারণায় বুলবুলের সিম অন্যের দখলে
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
অনলাইন প্রতিবেদক : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে গিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েছেন। সরকার নির্ধারিত ৩১ মে’র মধ্যে যারা সিম নিবন্ধন করেননি তাদের সিমটি পূর্বঘোষণা অনুযায়ী ১ জুন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে স্ট্যাটাস লিখে জানাচ্ছেন নিবন্ধন করার পরও কারো কারো সিম বন্ধ হয়ে গেছে। আবার নিবন্ধন না করেও অনেকের সিম খোলা রয়েছে। আবার একজনের সিম অন্যজনের নামে নিবন্ধন হয়ে গেছে। এমন অভিযোগও করছেন অনেকে।
প্রখ্যাত সঙ্গীতকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ফেসবুকে লিখেছেন, ‘আমার দুটি গুরুত্বপূর্ণ সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখলাম সিম দুটি অন্য দুজন মানুষের নামে এরই মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। বাহ!’
তিনি লিখেন, ‘এখন থেকে ঐ দুটি ভাগ্যবান মানুষ ইচ্ছে করলেই আমার সকল গোপন তথ্য সহজেই সংগ্রহ করতে সক্ষম, বাহ! ফোন দুটিতে আমার কাছের মানুষরা কল দিতেই কল ধরবে ওই ভাগ্যবান দুজন। বাহ! বাহ! বিশেষ ধন্যবাদ মোবাইল কোম্পানিকে।’